Mosjid.Info


মুসলিমদের প্রার্থনার স্থান হচ্ছে মসজিদ। প্রতিটি  মুসলমানের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্ব র্পূণ স্থান। যার ফলশ্রুতিতে বাংলাদেশের আনাচে কানাচে  প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় ও জেলায় গড়ে উঠেছে অসংখ্য মসজিদ (Masjid)। 
আর এই গুরুত্বর্পূণ ও সুন্দর মসজিদগুলো কে একটি তথ্য বহূল পদ্ধতির (ডিজিটাল ডাটা সংগ্রহ) মধ্যদিয়ে একজায়গায় লিপিবদ্ধ করার জন্য প্রথম বারের মত mosjid.info হাতে নিয়েছে ওয়েব ডিরেক্টরীর কাজ। যা পরর্বতীতে বই আকারে প্রকাশিত করা হবে। যাতে দেশের সব মসজিদ গুলোর তথ্য এবং ছবি  একই মাধ্যম  থেকে  পাওয়া যায়। এর সাথে সাথে মসজিদ গুলোর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।

আমাদের দেশে ছোট বড় অসংখ্য মসজিদ আছে। এ মসজিদ গুলোকে আমরা দুই ভাবে চিহ্নিত করতে পারি ।
ক. পাঞ্জেগানা মসজিদ – যখন কোন মুসলিম জনগোষ্টী একটি পবিত্র, সুসজ্জিত ও পরিচ্ছন্ন অবকাঠামোর অভ্যন্তরে একত্রিত হয়ে নামাজ আদায় করে তাকে পাঞ্জেগানা মসজিদ বলে।

খ. জামে মসজিদ – আর যে মসজিদ গুলোতে প্রতিদিনের নামাজের সাথে শুক্রবারের জুম’মার  নামাজ আদায় করা হয় তাকে জামে মসজিদ  বলে। তবে কোন পাঞ্জেগানা মসজিদ জামে মসজিদ হবার জন্য তার জমি ওয়াক্ফকৃত হতে হবে।

Author: Admin